|

১৭টি কাজে জন্ম নিবন্ধন জরুরী, ৩টি কাজে মৃত্যু নিবন্ধন 

বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন খাত মিলিয়ে ১৭টি গুরুত্বপূর্ণ সেবা পেতে জন্ম নিবন্ধন থাকা বাধ্যতামূলক। জন্ম নিবন্ধন ছাড়া এ সকল সেবাগুলো একজন বাংলাদেশী নাগরিক ভোগ করতে পারে না। সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের সাথে সংলাপের মাধ্যমে এগুলো সম্পর্কে সঠিক তথ্য জানা গেছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ অনুযায়ী, ২০০৯ সাল থেকে এসকল কার্যক্রমের জন্ম নিবন্ধনের ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।

জন্ম সনদের ১৭টি প্রয়োজনীয়তা: শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি হতে, ভোটার নিবন্ধন, ভোটার তালিকা ইস্যু, পাসপোর্ট ইস্যু, ড্রাইভিং লাইসেন্স নিবন্ধন, গ্যাস/ পানি/ বিদ্যুৎ সংযোগ পেতে, টেলিফোন সংযোগ পেতে, বিবাহ নিবন্ধন, সরকারী/ স্বায়ত্বশাসিত/ বেসরকারী কোন প্রতিষ্ঠানে নিয়োগ পেতে, ব্যাংক একাউন্ট খোলা, জমি রেজিষ্ট্রি করা, TIN Certificate পেতে, ট্রেড লাইসেন্স পেতে, গাড়ির রেজিষ্ট্রেশন করতে, ঠিকাদারী লাইসেন্স পেতে, আমদানি ও রপ্তানী ব্যবসার লাইসেন্স পেতে এবং বাড়ির নকশার অনুমোদন পেতে জন্ম নিবন্ধন সনদের প্রয়োজন হয়।

আরও পড়ুনঃ

মৃত্যু সনদের ৩টি প্রয়োজনীয়তা: মৃত ব্যক্তির সম্পত্তি ওয়ারিশদের মাঝে বন্টনের ক্ষেত্রে, পারিবারিক পেনশন প্রাপ্তিযে এবং দেশের সঠিক জনসংখ্যা নির্ধারণে মৃত্যু নিবন্ধন করা জরুরি।

অন্যান্য পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *