জন্ম নিবন্ধন
মৃত্যু নিবন্ধন
অন্যান্য তথ্যসেবা
Everify.bdris.gov.bd – অনলাইন জন্ম নিবন্ধন যাচাই
এটি করতে,
এভাবে জন্ম নিবন্ধন চেক করার পর জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
অথবা, আপনি চাইলে নিচের ফর্মে তথ্য এন্ট্রি করে জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করে নিতে পারবেনঃ
উপরের ফরমের প্রথমে ঘরে, আপনার জন্ম নিবন্ধনের ১৭ সংখ্যার কোড লিখুন। ২য় ঘরে, বছর-মাস-দিন আকারে জন্ম তারিখ লিখুন। তারপর যাচাই বাটনে ক্লিক করুন।
এবার নিবন্ধন যাচাইয়ের অফিসিয়াল সাইটে নিয়ে গেলে, ৩য় ঘরে একটি ক্যাপচার উত্তর লিখে Search করুন। আপনার জন্ম নিবন্ধনের যাচাই কপি চলে আসবে।
জন্ম নিবন্ধন অনলাইন যাচাই
জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করতে, https://everify.bdris.gov.bd/ সাইটে ভিজিট করুন। তারপর আপনার জন্ম নিবন্ধন কোড নম্বর ও বছর-মাস-দিন ফরম্যাটে জন্ম তারিখ লিখুন। শেষে ক্যাপচার উত্তর লিখে Search বাটনে ক্লিক করলেই জন্ম নিবন্ধন অনলাইন পিডিএফ কপি পাবেন।
এভাবে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য শুধুমাত্র আপনার নিবন্ধনের ১৭ সংখ্যার ইউনিক কোড নাম্বার ও জন্ম তারিখ জানা থাকলেই হবে। তাহলেই নিবন্ধনটি অনলাইনে ভেরিফাই করা যাবে।
এই প্রক্রিয়াটি সংক্ষেপে বলায় আপনাদের কাছে কিছুটা কঠিন মনে হতে পারে। তাই আপনাদের সুবিধার জন্য সম্পূর্ণ প্রক্রিয়াটি আরও সহজ ও বিস্তারিতভাবে নিচে তুলে ধরা হলো। সম্পূর্ণ প্রক্রিয়াটি ছবিসহ ধাপে ধাপে বুঝে নিতে পুরো লেখাটি পড়ে নিনঃ
ধাপ ১ঃ ভিজিট করুন নিবন্ধন যাচাই সাইট
বাংলাদেশের জন্ম ও মৃত্যু নিবন্ধন চেক করার জন্য সরকারিভাবে bdris.gov.bd সার্ভারের যাচাই পেজটি ব্যবহার করতে হয়। ওয়েবসাইট টি পেতে আপনি Google এর সার্চ বক্সে everify.bdris.gov.bd search লিখে সার্চ করুন।
অথবা, সরাসরি এই অফিসিয়াল সাইটটিতে ভিজিট করতে এই লিংকে ক্লিক করুনঃ
এই লিংকে ক্লিক করার পর, আপনি সরাসরি জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করার অফিসিয়াল সাইটে প্রবেশ করবেন। সেখানে প্রবেশ করে আপনাকে নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করতে হবে।
ধাপ ২ঃ জন্ম নিবন্ধনের কোড লিখুন
অনুসন্ধান পেজে আপনি ৩টি খালিঘর দেখতে পাবেন। এখানে প্রথম ঘরটিতে আপনার Birth Certificate Number লিখতে হবে। এক্ষেত্রে প্রতিটি নিবন্ধনের জন্য একটি করে ১৭ সংখ্যার ইউনিক কোড দেওয়া থাকে। আপনাকে আপনার নিবন্ধনের ১৭ সংখ্যার সেই কোডটি এখানে লিখতে হবে।
(বিঃদ্রঃ জন্ম নিবন্ধন কোড নাম্বার ১৬ সংখ্যার হলে বা ভুল হলে নিবন্ধন যাচাই করতে পারবেন না। তাই অবশ্যই ১৭ সংখ্যার সঠিক কোডটি লিখতে চেষ্টা করবেন।
ধাপ ৩ঃ জন্ম তারিখ লিখুন
এবার ২য় ঘরে আপনার সঠিক জন্ম তারিখটি লিখতে হবে নিবন্ধনে দেওয়া জন্ম তারিখের সাথে মিল রেখে। সার্ভারের নির্ধারিত ফরম্যাট হলো – YYYY-MM-DD (বছর-মাস-দিন)। অর্থাৎ, প্রথমে বছরে সংখ্যা, এরপর মাসের সংখ্যা এবং শেষে দিনের সংখ্যা লিখবেন।
আপনি চাইলে এখানে হাইফেন (-) ব্যবহার করে সরাসরি জন্ম তারিখটি লিখে দিতে পারেন। অথবা, খালিঘর টিতে ক্লিক করলেই আপনি একটি ক্যালেন্ডার অপশন পাবেন। সেখান থেকে বছর, মাস ও দিনের সংখ্যা সিলেক্ট করে দিলেই হবে।
ধাপ ৪ঃ গাণিতিক প্রশ্নের উত্তর লিখুন
ওয়েব পেজের ৩য় ও সর্বশেষ ঘরে আপনাকে জন্ম নিবন্ধনের কোন তথ্য পূরন করতে হবেনা। তবে এখানে হিউম্যান ভেরিফিকেশনের জন্য আপনাকে ক্যাপচা হিসেবে গাণিতিক প্রশ্নের সঠিক উত্তর লিখতে হবে।
এক্ষেত্রে প্রথমে একটি ইমেজে ২টি গাণিতিক সংখ্যা ও একটি যোগ বা বিয়োগ প্রতিক দেখতে পাবেন। আপনি সেই প্রতিকের নির্দেশনা অনুযায়ী প্রাপ্ত ফলাফলটি নিচের খালিঘরে সঠিকভাবে লিখে দিবেন।
ধাপ ৫ঃ জন্ম নিবন্ধন যাচাই করুন
ওয়েব পেজের ৩টি খালিঘর পূরন করা হয়ে গেলে, সর্বশেষে নিচের Search লেখা বাটন টিতে ক্লিক করে দিবেন। ব্যাস, তাহলেই everify bdris.gov.bd সাইট থেকে আপনার জন্ম নিবন্ধন চেক হয়ে যাবে। এরপর আপনি জন্ম নিবন্ধন যাচাই কপি বিস্তারিতভাবে দেখতে পারবেন।
তবে খেয়াল রাখবেন, যদি আপনার দেওয়া কোন তথ্য ভুল থাকে, তাহলে আপনার নিবন্ধন যাচাই হবেনা। বরং নতুন একটি পেজে আপনাকে No Record Found লেখা দেখানো হবে। তাই অবশ্যই সঠিক তথ্য দিতে চেষ্টা করবেন।
জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড অনলাইন
উপরের দেখানো পদ্ধতি অনুসারে জন্ম নিবন্ধন যাচাই করার পর, একটি পিডিএফ কপি আপনার সামনে আসবে। সার্ভারের সেই পিডিএফ কপিটি সামনে থাকা অবস্থাতেই আপনার কিবোর্ড থেকে Ctrl + P বাটন একসাথে প্রেস করবেন।
তারপর প্রিন্ট সেটিং সিলেক্ট করে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড বা প্রিন্ট করে নিতে পারবেন। এটিই হলো জন্ম নিবন্ধন অনলাইন কপি বা সার্ভার কপি।
Contact Officially For More Information
কলসেন্টারের নম্বর | ১৬১৫২ |
BDRIS সফটওয়ার সংক্রান্ত সমস্যা জানাতে | support@bdris.gov.bd |
নাগরিকগণ সেবা প্রাপ্তিতে সমস্যা হলে | help@bdris.gov.bd |
নিবন্ধন কার্যালয়ের সেবা প্রাপ্তিতে সমস্যা হলে | grievance@bdris.gov.bd |
সরাসরি ফোন যোগাযোগ | +৮৮০২২২৩৩৫৫৮৮৪ |
ফ্যাক্স | ৯৫৫২৩৮১ |
প্রধান কার্যালয় ঠিকানা | রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় জন্ম ও মৃত্যু নিবন্ধন স্থানীয় সরকার বিভাগ পরিবহন পুল ভবন (৯ম তলা), সচিবালয় লিঙ্ক রোড, ঢাকা। |
সর্বশেষ তথ্যসমূহ
Everifybdris.online জন্ম নিবন্ধন যাচাই করার অফিসিয়াল ওয়েবসাইট নয়। এখানে শুধুমাত্র তথ্য জানতে পারবেন, কোন সরকারি সেবা পাবেন না।