|

সহজ উপায়ে পথশিশুদের জন্ম নিবন্ধনের আহ্বান

পিতামাতার পরিচয়হীন পথশিশুদের জন্ম নিবন্ধন কার্যক্রম সহজ করার আহ্বান জানিয়েছেন নিবন্ধন সম্পর্কিত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা। আলোচনার বিস্তারিত নিচে জানানো হয়েছে। 

বাংলাদেশে বহু পথশিশু রয়েছে। তাদের অনেকেরই জন্ম সনদ না থাকায় দেশের বিভিন্ন সরকারি নাগরিক সুবিধা ও শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাই এ সকল শিশুদের সহজ উপায়ে জন্ম নিবন্ধন আবেদন কার্যক্রম সম্পন্ন করতে সরকারকে আহ্বান জানানো হয়েছে।

গত ১০ ডিসেম্বর সকাল ১১ টায়, পুরান ঢাকার বাবু বাজারে পথশিশুদের জন্ম নিবন্ধন, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক এক মিডিয়া ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছিল ‘বারাকা পথশিশু দিবা ও রাত্রিকালীন আশ্রয়কেন্দ্রে’। এসময় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা পথশিশুদের জন্ম নিবন্ধন সম্পর্কে নানান বক্তব্য পেশ করেন। ক্যাম্পেইনের বক্তাদের আলোচনা ছিল নিম্নরূপ:

এমদাদুল হক বলেন, “আঞ্চলিক সরকার মন্ত্রণালয়ের বৈঠকে পথ শিশুদের নিবন্ধন কার্যক্রম সম্পর্কে আলোচনা করলে, নিবন্ধন করার জটিলতা কমে আসতে পারে।”

অনুষ্ঠানে উপস্থিত রাসেল মুন বলেন, “প্রত্যেক মানুষেরই জন্ম নিবন্ধন করা প্রয়োজন। ৩১ ও ৩২ নম্বর ওয়ার্ড কমিশনারের সাথে পরামর্শ করে ৬৭ জন শিশুর নিবন্ধনের আবেদন সাবমিট করা হয়েছে। যত সময়ের মধ্যে এই নিবন্ধন সম্পূর্ণ হবে বলে আশাবাদী।

আরও পড়ুনঃ

এসময় ক্যাম্পেইন আয়োজন করা প্রতিষ্ঠানটির বিষয়ে লিলি আন্তনিও গমেজ বলেন, “২০১০ সালে পথ শিশুদের ঝুঁকি কমানোর লক্ষ্যে বারাকা দিবা আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়। তারপর ২০১৬ সালে ছেলে পথশিশুদের জন্য দিবা ও রাত্রিকালীন আশ্রয়কেন্দ্র এবং ২০১৯ সালে মেয়ে পথশিশুদের জন্য আলাদা দিবা ও রাত্রিকালীন আশ্রয়কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়।

অন্যান্য পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *