জন্ম নিবন্ধন সেবা নির্বিঘ্নের জন্য Bdris সিস্টেম আপডেট
জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত নাগরিক সেবা অনলাইন সার্ভার এর মাধ্যমে নির্বিঘ্নে জনগণের মাঝে সরবরাহের জন্য Bdris সার্ভারে নতুন সংযোজন করা হয়েছে। এছাড়াও দ্বৈত নিবন্ধন বাতিলের জন্যও নতুন প্রকল্পের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশের নাগরিক সেবা সমূহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো জন্ম ও মৃত্যু নিবন্ধন। বর্তমানে নিবন্ধন সংক্রান্ত কার্যক্রম অনলাইনে Bdris.gov.bd সার্ভারের মাধ্যমে পরিচালিত হয়। কিন্তু অনেক সময় এই সার্ভারে এক্সেস করতে পারেনা দেশের সাধারণ নাগরিকেরা। সার্ভারের ডাউন টাইম থাকার পেছনে নানান কারণ এবং সীমাবদ্ধতা জড়িত। তাই বর্তমানে সার্ভারে নতুন সংযোজন করে তা আরো বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন করে তোলা হয়েছে।
এ বিষয়ে গত ৬ অক্টোবর জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত একটি আলোচনা সভায়, উপরেজিস্ট্রার জেনারেল আবু নছর মোহাম্মদ আবদুল্লাহ বলেন, “সারাদেশে ৫,২৪৬ টি নিবন্ধন কার্যালয়ে সর্বমোট প্রায় ১০,৪৯২ জন নিবন্ধক ও নিবন্ধন সহকারীর মাধ্যমে বাংলাদেশের জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পর্কিত কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই সেবা নির্বিঘ্নে সরবরাহের জন্য 250 TB (TeraByte) অতিরিক্ত স্টোরেজ কিনে bdris.gov.bd সিস্টেমে যুক্ত করা হয়েছে। পাশাপাশি, নিবন্ধন আবেদনের সময় যেই নথি আপলোড করা হয়, সেই ডকুমেন্ট আপলোডের স্টোরেজ পূর্বের তুলনায় ১০ গুণ বাড়িয়ে 2 MB (MegaByte) করা হয়েছে।”
আরও পড়ুনঃ
- বড়দের জন্ম নিবন্ধন করতে কি কি লাগে ২০২৫?
- অনলাইনে বাচ্চার জন্ম নিবন্ধন করতে কি কি লাগে ২০২৫
- জন্ম ও মৃত্যু নিবন্ধনের ভুল সংশোধনে নতুন নির্দেশনা
এছাড়াও তিনি আরো বলেন, “বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় ১৮ কোটি। কিন্তু জন্ম নিবন্ধনের সংখ্যা প্রায় ২৩ কোটি। অর্থাৎ বহু মানুষ একাধিক নিবন্ধন তৈরি করেছে। এরকম দ্বৈত জন্ম নিবন্ধন বাতিল করার জন্যও নতুন প্রকল্প নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।”
উপরের বক্তব্যটি উপরেজিস্ট্রার জেনারেল আবু নছর মোহাম্মদ আবদুল্লাহ এর নমুনা বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে।