|

জন্ম ও মৃত্যু নিবন্ধনের ভুল সংশোধনে নতুন নির্দেশনা

এখন থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনে নাগরিকদের ভোগান্তি কমাতে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। নিবন্ধনাধীন ব্যক্তির নাম ঠিকানা ও অন্যান্য ছোটখাটো বিষয়বস্তু সংশোধন করা যাবে সংশ্লিষ্ট নিবন্ধন কার্যালয় থেকেই।

জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত নাগরিক ভোগান্তি কমাতে এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। সম্প্রতি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ক্যান্টনমেন্ট বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং জেলা প্রশাসককে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে এ সম্পর্কিত নির্দেশনার চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে লেখা তথ্যগুলোর নমুনা হলো এইরকম, “বাংলাদেশের জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা অনুযায়ী, সনদ নিবন্ধনের তারিখের পরবর্তী ৯০ দিন পর্যন্ত সংশ্লিষ্ট নিবন্ধন তথ্য সংশোধন করতে পারে। কিন্তু বর্তমান জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পর্কিত ওয়েবসাইটের মাধ্যমে কোন নিবন্ধনের নাম, ঠিকানা, পিতা-মাতার নাম, সন্তানের ক্রম ও অন্যান্য বিভিন্ন ভুল সংশোধনের জন্য ইউনিয়ন পরিষদ গুলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এবং পৌরসভা, সিটি করপোরেশন ও ক্যান্টনমেন্ট বোর্ড গুলোকে DDLG -এর মাধ্যমে সংশোধন এপ্রুভ করাতে হয়। এটি একটি সময়সাপেক্ষ বিষয়। 

আরও পড়ুনঃ

তাই নিবন্ধন সংক্রান্ত সংশোধন প্রক্রিয়া সহজ করার জন্য এখন থেকে ব্যক্তির নাম, ঠিকানা ও ছোটখাটো ভুল গুলো সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ই সংশোধন করতে পারবে। যেন সাধারণ জনগণ ভোগান্তির শিকার না হয়।”

এভাবে নির্দেশনা দিয়ে দেশের সকল প্রান্তের নিবন্ধন কার্যালয়গুলোকে কার্যক্রম শুরুর পরামর্শ দেওয়ার জন্য চিঠি পাঠাতে বলা হয়।

অন্যান্য পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *