|

একজন ব্যক্তির একাধিক জন্মসনদ অবৈধ ঘোষনা

কোন একজন ব্যক্তির একের অধিক জন্ম সনদ থাকা অবৈধ (আইনগত নয়) বলে উল্লেখ করে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। আরো বলা হয়েছে, কোন ব্যক্তির একাধিকবার জন্ম নিবন্ধন করা থাকলে, তা বাতিল করতে।

সাধারণত ১৮ বছরের কম বয়সী বাংলাদেশী নাগরিকদের পাসপোর্ট করতে জন্ম নিবন্ধন এর প্রয়োজন হয়। তবে পাসপোর্ট তৈরির ক্ষেত্রে জন্ম সনদের তথ্য যাচাই করার সময় একজন ব্যক্তির একাধিক নিবন্ধন মিললে ভোগান্তিতে পড়ে পাসপোর্ট অফিস। তাই এ বিষয়ে দেশের সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে নির্দেশনা জারি করেছে পাসপোর্ট বিভাগ। 

গত ১১ই সেপ্টেম্বর বাংলাদেশের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পাসপোর্ট বিভাগ থেকে এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়েছে। পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক এই আদেশে স্বাক্ষর করে তা প্রচার করেছেন। 

সংশ্লিষ্ট আদেশে উল্লেখিত ছিল – “কতিপয় পাসপোর্ট আবেদনকারী ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন সনদ মিলে গেছে। কিন্তু ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪’ অনুযায়ী কোন ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন থাকা অবৈধ। তাই একজন ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন বিদ্যমান থাকলে সে বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছে অধিদপ্তর। সংশ্লিষ্ট নির্দেশনাগুলো হলো: কোন একজন ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন অনলাইন করা থাকলে, সেই ব্যক্তির স্থানীয় নিবন্ধন কার্যালয়ে যোগাযোগ করে শুধুমাত্র একটি নিবন্ধন চলমান রাখতে হবে। অন্যান্য সনদ গুলো বাতিল করার আবেদন করতে হবে। আবার কোন ব্যক্তির একটি অনলাইন জন্ম নিবন্ধন এবং একটি অফলাইন নিবন্ধন থাকলে, অনলাইন করা নিবন্ধনটির তথ্য বিবেচনা করতে হবে।”

আরও পড়ুনঃ

উক্ত নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশী নাগরিকরা একাধিক নিবন্ধন করা থেকে বিরত থাকতে হবে। আবার ভুলক্রমে কারো একাধিক নিবন্ধন করা থাকলে, শুধুমাত্র সঠিক তথ্যের একটি নিবন্ধন রেখে বাকিগুলো বাতিল করিয়ে নিতে হবে।  

অন্যান্য পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *